বিশেষ প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী এলাকায় একটি মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায়, ভুক্তভোগী আশরাফ আলী গোলদার খুলনার একটি আদালতে মামলা করেন। ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, বটিয়াঘাটা প্রেসক্লাবের সংবাদকর্মী পরিচয় দানকারী আলামিন গোলদার এর নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী কল্যাণশ্রী এলাকায় আশরাফ আলী গোলদারের মৎস্যঘের দখল করে দুই / তিন লক্ষ্যর অধিক টাকার মাছ লুটের অভিযোগে খুলনা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা হয়েছে। মামলা নং সিআর ০৩/৩৫/২৪। মামলার অন্যান্য আসামীরা হলেন,আব্দুর রশিদ গাজী, সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।
আশরাফ আলী গোলদার বলেন, গত ২ জানুয়ারি সকালে একই গ্রামের গ্রাম পুলিশ (চৌকিদার) আঙ্গুর রশিদ গাজী ও আলামিন গোলদারের নেতৃত্বে ১০/১৫ জন দুষ্কৃতি প্রকৃতির লোকজন নিয়ে আমার লীজঘের দখল করে। পরে তারা
অনধিকার প্রবেশ করে আমার ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ লুটপাট করে নেয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা। আমরা তাদের বাধা সৃষ্টি করলে তারা আমাদেরকে মারপিট করে গুরুতর আহত করে। হামলাকারী রশিদ গাজী গ্রাম পুলিশ হওয়ায় থানায় মামনা নেয়নি ওসি। পরে ভুক্তভোগী আশরাফ গোলদার ১৪৪/১৪৫ ধারার বিচার চেয়ে
আদালতে মামলা করেন। আদালত বিষয়টি নিয়ে গত ২ আগস্ট ২৩ তারিখ আসামী ও তার সহযোগীদের নালিশী জমিতে প্রবেশে না করা সহ মামলাটি গ্রহণ সহ আইনগত ব্যবস্থার নির্দেশ দেন। কিন্তু আসামিরা ক্ষমতার জোরে ও রাজনৈতিক প্রভাব খাটিয়া গত জানুয়ারি মাসে লীজঘেরে অনধিকার প্রবেশ করে মাছ লুটপাট করে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ চলছে।
চরম নিরাপত্তাহীনতায় রয়েছে আশরাফ আলী সহ তার পরিবার। মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা প্রকাশ্য বিভিন্ন ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিচ্ছে। ভুক্তভোগী দিনমজুর আশরাফ আলী গোলদার সহ তার পরিবার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।