সর্বশেষ:

gaibandhay red crisent society uniter secretery nirbachon sompurno

গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারি নির্বাচিত হলেন অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক

gaibandhay red crisent society uniter secretery nirbachon sompurno
Facebook
Twitter
LinkedIn

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি জননেতা অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক কে সেক্রেটারী নির্বাচিত করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সমর্থক ও নেতাকর্মীদেরসহ সর্বসাধারণ মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডা: কবির মো. আশরাফ আলী সংগঠনের প্যাডে ৯ জানুয়ারী স্বাক্ষরিত ৩ (তিন) মাস মেয়াদী গাইবান্ধা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করেন।

এডহক কমিটির নির্বাচিতরা হচ্ছেন- গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ (পদাধিকার বলে) চেয়ারম্যান, ডা. মো. ফেরদৌস হোসেন ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক সেক্রেটারী, সদস্য মাহামুদুন্নবী টিটুল, শহীদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মো. শাহেদ হোসেন, মো. ফয়সাল কবির, ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, মোছা. রেবেকা সুলতানা ও মো. কাফি ইসলাম লিমন।

দলীয় নেতাকর্মী ও সমর্থকগণের শুভেচ্ছায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক বলেন, আগামীতে জেলা জুড়ে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরো জোরালো করে তৃণমুলের মানুষের নিকট সংগঠনের সেবা পৌঁছে দেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana