সর্বশেষ:

paikgachay oms kormosuchir chal bikroy suru

পাইকগাছায় ওএমএস কর্মসূচির চাল বিক্রয় শুরু

paikgachay oms kormosuchir chal bikroy suru
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় খাদ্য অধিদপ্তরের ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে উপজেলা সদরের নির্ধারিত দুইটি বিক্রয় কেন্দ্র থেকে ৩০ টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে চাল কিনতে পারবেন যেকোন সাধারণ মানুষ।

পৌরসভার সরল শান্তির মোড় এলাকায় রয়েছে ডিলার সুচিত্রা রাণী দাশ এবং মৎস্য আড়ৎদারি মার্কেট এলাকায় রয়েছে ডিলার জুই আক্তার। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সার্বিক দিক নির্দেশনায় রোববার থেকে অত্র উপজেলায় ওএমএস কর্মসূচির চাল বিক্রয় শুরু করা হয়। দুটি বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে কার্যক্রম তদারকি করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও জিএম শাহেদুজ্জামান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana