পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
ইউএনডিপি (UNDP) এবং বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীনে জেন্ডার রেসপনসিভ কোস্টাল প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের ভূমিকার অদল বদল এবং আমজনতার আচারণগত পরিবর্তনে রোল রিভার্স এক্টিভিটি পাইকগাছার গড়ইখালীর হোগলারচক প্রাথমিক বিদ্যালয় সকাল ১১টায় এবং বেলা ৩টায সোলাদানার আমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয়ে ট্রাস বক্সের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৮জানুয়ারি ২০২৫) দিন ব্যাপি পৃথক ভাবে গড়ইখালী ও সোলাদানাতে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপি ( UNDP ) এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে খুলনার পাইকগাছাতে দুটি উল্লেখযোগ্য স্থানে কিশোরদের জন্য বোতাম সেলাই করা ও সালাদ তৈরী এবং কিশোরীদের জন্য সাইকেল চালানো এবং মাটি আলগা করে বীজ বপন করা আয়োজন করা হয়। লিঙ্গ সমতা, কিশোরদের দায়িত্ব, অভিযোজনযোগ্য জীবিকা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি (SDGs) ঐতিহ্যবাহী শিল্পের শক্তি ব্যবহার করে অর্থবহ সাম্প্রদায়িকতা সম্পৃক্ততা সৃষ্টির অসাধারণ উদাহরণ ছিল এই আয়োজন।
দুইটি অনুষ্ঠানে ২০জন কিশোর, ২০জন কিশোরী ও ১৫ জন বেনিফিশিয়ারী অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
কাজের কোন জেন্ডার নেই। এই কার্যক্রমের মুল উদ্দেশ্যে ছিল কিশোর – কিশোরী ও উপকারভোগীদের মধ্যে লিঙ্গ ভিত্তিক সামাজিক বৈষম্য দুর করে সচেতনতা তৈরী করা।
এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন কাজে অভিজ্ঞতা অর্জন করেন,যা কাজের প্রতি মানসিকতা পরিবর্তনে সহায়ক হবে। এই কার্যক্রমে অংশগ্রহণকারীদের মুখে হাসি,নতুন দক্ষতা অর্জনের উদ্দীপনা এবং পুরনো ধ্যানধারনার পরিবর্তনের ইঙ্গিত প্রমান করে যে কাজের কোন জেন্ডার নেই।