ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ->>
খুলনা ডুমুরিয়ায় গত বৃহস্পতিবার রাতে কৈয়া বাজারস্থ পূর্ব-জিলেরডাঙ্গা নামক এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে অচেতন অবস্থায় প্রফুল্ল কুমার রায় (৭৫)সহ তার ম্যানেজার জ্যোতির্ময় বিশ্বাস (৪০) এবং জ্যোতির্ময়ের স্ত্রী বীনা বিশ্বাস (২৮), কাজের বুয়া গীতা দাস (৩০) এবং প্রফুল্ল রায়ের নাতনি সেজুতি মিত্র (১৫) কে উদ্ধার করে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। জানা যায়,এনকে ফিড ও এনকে ব্রীকসের মালিক সমাজসেবক প্রফুল্ল কুমার রায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর বাসায় যেয়ে পরিবারের সবাইকে নিয়ে রাতের ভাত খাওয়া-দাওয়া করেন। খাওয়ার কিছুক্ষনের মধ্যে সবাই যে যার রুমে গিয়ে গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। প্রফুল্ল রায়ের মেয়ে প্রমিলা রায় জানান,শুক্রবার সকালে বাবার ফোনে বহুবার ফোন করি। কিন্তু রিসিভ না হওয়ায় কেমন যেন আমার সন্দেহ হয়। কারণ বাবা খুব ভোরে ঘুম থেকে ওঠেন। এরপর বাবার বাড়িতে লোক পাঠাই এবং আমি এসে দেখি যে যার রুমে অচেতন হয়ে পড়ে আছে। বাবার রুমের আলমারি খোলা। ড্রয়ারে রাখা প্রায় ২৫ ভরি সোনার গহনা নিয়ে গেছে চোরেরা। তবে (শনিবার) সবাই অনেকটা সুস্থ হয়ে উঠেছে বলে তিনি জানান। থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বলেন,প্রফুল্ল রায়সহ বাড়ির পাঁচ সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাগাটি চুরির ঘটনা ঘটেছে। তবে থানায় এখনো মামলা হয়নি।