ডুমুরিয়া প্রতিনিধি
সম্প্রতি ঢাকার টুঙ্গিতে বিশ্বইস্তেমার মাঠে দু’ পক্ষের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ওঅসংখ্য মুসল্লী আহত হওয়ার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সদরে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন, পথসভাও বিক্ষোভ মিছিল করা হয়।
বেলা ১২ টার দিকে ঠান্ডা বাতাস ও গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে শ’ শ তৌহিদী জনতা খুলনা সাতক্ষীরা মহা সড়কে ডুমুরিয়া প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসুচিতে অংশ গ্রহন করেন।
এসময় মাওলানা মুস্তাক আহমদের সভাপতিত্বে তাবলীগ জামাতের এক পক্ষ মাওলানা সাদ’ পন্থীদরা নীরীহ মুসল্ললীদেরকে হত্যা করেছে বলে দাবী করেন। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় বিচারের দাবী জানিয়ে বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল কাইউম জমাদার, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল গফ্ফার, মুফতি ফকরুল হাসান,মুফতি ফয়জুল করিম, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আজহারুল ইসলাম,মাওলানা বিল্লাল হুসাইন, হাফেজ তৌফিকুর রহমানওহাফেজ ওহিদুজ্জামান প্রমুখ।