বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সূর্য্যদয়ের সাথে সাথে গল্লামারি স্মৃতি সৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,জাতীয় পতাকা উত্তোলন,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান,খেলাধূলা ও মেলা অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, অধ্যক্ষ অমিতেষ দাশ, প্রানীসম্পদ অফিসার মোঃ তরিকুল ইসলাম,কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক,প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির,সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান,খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শফিকুল আলম,মেরিন ফিশারিজ অফিসার রতন চন্দ্র রায়,উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রতাপ ঘোষ, বটিয়াঘাটা প্রেসক্লাব আহবায়ক আরিফুজ্জামান দুলু গোলদার,উপজেলা প্রেসক্লাব সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা প্রেসক্লাব যুগ্ম আহবায়ক শেখ মনিরুজ্জামান,যুগ্ম আহবায়ক কাজি আতিক,বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার,বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার গোলদার,বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু,উপ- সহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান,আঃ হাই খান, জাজিজুর রহমান,মানবাধিকার সংগঠনের সরদার হাফিজুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। অন্যদিকে বিজয় দিবস উপলক্ষ্যে মসজিদ,মন্দির ও গীর্জায় শহীদের স্মরণে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। অন্য দিকে বটিয়াঘাটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোঃ এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন,সুলতান মাহমুদ, সাইফুল ইসলাম,ইমরান আহমেদ মোল্লা,পলাশ মহালদারসহ বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।