সর্বশেষ:

begum rokeya dibose pach shresto joyitake sommanona

পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান

begum rokeya dibose pach shresto joyitake sommanona
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সভাপতিত্বে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ওসি তদন্ত তুষার কান্তি দাশ, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, জয়ন্ত ঘোষ, জিএম জাকারিয়া, আলতাফ হোসেন, প্রভাষক কুসুম কলি সরকার ও শিক্ষার্থী তুরানী আক্তার রাসা। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৫ জয়িতা কে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

শ্রেষ্ঠ জয়িতারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করেছেন যে নারী ক্যাটাগরিতে অঞ্জলি বিশ্বাস, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন যে নারী ক্যাটাগরিতে চম্পা বিশ্বাস, সফল জননী যে নারী ক্যাটাগরিতে শামিমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে লক্ষী গাইন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে তৃপ্তি রাণী রায়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana