সর্বশেষ:

kopoilmoni motor cycle chalok somiti nirbachon somponno

পাইকগাছা – কপিলমুনী মোটরসাইকেল চালক সমিতির নির্বাচন সম্পন্ন ; বাবলু সভাপতি, জিয়া সম্পাদক নির্বাচিত

kopoilmoni motor cycle chalok somiti nirbachon somponno
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছা – কপিলমুনী মোটরসাইকেল চালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ৯ টি পদের মধ্যে দুটি পদের নির্বাচন মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মোট ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ছাতা প্রতীকে সর্বোচ্চ ১২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম মোস্তাফিজুর রহমান বাবলু, নিকটতম মনিরুল ইসলাম আনারস প্রতীকে ৪১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে মাছ প্রতীকে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আছাদুল ইসলাম, নিকটতম বিধান চন্দ্র দাশ ফুটবল প্রতীকে ৫৩ ভোট পেয়েছেন। এর আগে ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরা হলেন সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ জনি রহমান, লাইন সম্পাদক মাসুম, ক্রীড়া সম্পাদক হৃদয়, পরিচালক হুসাইন ও গোলাম।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হাফিজুর রহমান, সহকারী ছিলেন আলতাফ হোসেন, সাগর হোসেন ও মোস্তাফিজুর রহমান। নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, শামসুল আরেফিন লাকি, এসএম মোহর আলী ও শহিদুর রহমান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana