সর্বশেষ:

upojela pani komitir sova onusthito

পাইকগাছা উপজেলা পানি কমিটির সভা অনুষ্ঠিত

upojela pani komitir sova onusthito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

 

পাইকগাছা উপজেলা পানি কমিটির কোয়ার্টারলী মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর টেকসই নদী ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়। সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সেলিম আখতার স্বপন, শেখ সাদেকুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, কমরেড শেখ আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক সুধাংশু মন্ডল, উত্তরণের দিলীপ সানা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, কৃষ্ণ রায়, শাহ জমান বাদশা, এস এম মোহর আলী, জামিলুর রহমান রানা, শহিদুর রহমান, মনিরুজ্জামান, খুকুমণি, নাজমা কামাল, রবীন্দ্রনাথ কর্মকার, আবু হানিফ, জাহিদুর রহমান পিন্টু, আলিফা খাতুন, তাছলিমা বেগম সহ কমিটির সদস্য বৃন্দ।

সভার শুরুতেই ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সভায় এলাকার জলাবদ্ধতা নিরসন, নদ-নদী খনন এবং টিআরএম সহ টেকসই নদী ব্যবস্থা বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana