ডুমুরিয়া প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে রবিবার সকাল দশটায় ডুমুরিয়া সদরের সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ডে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শোভাযাত্রা শেষে পথ সভার আয়োজন করা হয়।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি খান মইদুল ইসলাম এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা ইনচার্জ মাসুদ রানা। এছাড়া পথ সভায় বক্তব্য দেন উপজেলা বি এন পির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ,প্রভাষক মুফতি মাওলানা আব্দুল কাইউম জমাদার সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে যানবাহন চালকদের কাছে সড়কে যানবাহন চালানোর নিয়ম পদ্ধতি বিষয়ক লিফলেট বিতরন করা হয় ।