সর্বশেষ:

binamulle chokkhu chikitsa o osudh prodan

নড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান।

binamulle chokkhu chikitsa o osudh prodan
Facebook
Twitter
LinkedIn

কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

‘‘সবার জন্য দৃষ্টি’’ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়ায় বিনামূল্য চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ লা ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত খড়রিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ঢাকাস্থ খড়রিয়া সোসাইটির আয়োজনে খুলনা বিএনএসবি চক্ষু হসপিটাল ও অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের সহযোগিতায় ৫০০ রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান, ২০০ রোগীকে পাওয়ারযুক্ত চশমা ও ওষুধ দেয়া হয়। এছাড়া চোখ পরীক্ষার মাধ্যমে ৩০০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে৷

খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালের মেডিকেল টিমের সদস্য ডা. সেলিনা আক্তার, ডা. অয়ন সেন ও ডা. আসিফ হাসান চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় আয়োজক টিমের সমন্বয়ক মিজানুর রহমান, অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুর রহমানসহ খড়রিয়া সোসাইটির পরিচালক ও উপদেষ্টামণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana