সর্বশেষ:

shikkhoker ghor nirmaner kaje badha deyar ovijog

বটিয়াঘাটার পল্লীতে এক শিক্ষকের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

shikkhoker ghor nirmaner kaje badha deyar ovijog
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

বটিয়াঘাটা থানার পল্লীতে পুলিশের কাছে অভিযোগ দিয়ে এক শিক্ষককে হয়রানি ও ঘর নির্মাণ করার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষক অধীর কুমার মন্ডল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সম্প্রতি আমার নামে বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া বাজারের সুভাষ চন্দ্র মহালদার থানায় মিথ্যা ও ভিত্তিহীন একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে আমি তার বসতঘরের জায়গায় সীমানা জোর করে দখল করার চেষ্টা করছি। প্রকৃত ঘটনা হলো, আমি দীর্ঘদিন যাবত বারোআড়িয়া বাজারে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি।

সম্প্রতি আমি আমার সম্পত্তির উপর ঘর নির্মাণ করতে গেলে সুভাষ চন্দ্র মহালদার ও তার ছেলে দেবব্রত মহালদার আমার ঘর নির্মাণে বাধা সৃষ্টি করে এবং আমার বিরুদ্ধে থানায় মিথ্যা একটি অভিযোগ দায়ের করে। অধীর কুমার মন্ডল আরো বলেন, আমি একজন অবসর প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। থানায় আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া আমার জন্য সম্মান হানিকর। প্রকাশ থাকে যে, যে সম্পতি নিয়ে অভিযোগ করা হচ্ছে, তা ১৯৮৮ সালে খুলনা এডিসি কর্তৃক আবার অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়। যার সকল কাগজপত্র আমার কাছে রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana