সর্বশেষ:

prodhan shikkhoker podoteg er dabite abaro andolon shikkharthider

পাইকগাছায় সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আবারো শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

prodhan shikkhoker podoteg er dabite abaro andolon shikkharthider
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা আবারো সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। ২৪ নভেম্বরের মধ্যে পদত্যাগ না করায় শিক্ষার্থীরা রোববার বিকালে পুরাতন পরিবহন স্ট্যান্ডের সামনে প্রধান সড়ক অবরোধ করার মাধ্যমে বিক্ষোভ করে। এসময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রেখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের পদত্যাগ সহ উপযুক্ত দক্ষ ও নিয়মিত প্রধান শিক্ষক নিয়োগ, নতুন স্কুল কমিটি গঠন, নতুন রুটিন তৈরি, পরীক্ষা পেছানো, জানুয়ারি মাসেই শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করা, আইডি কার্ড প্রদান, নির্দিষ্ট প্রশ্ন ফি নেওয়া, ২০২৫ সালের ৭ম,৮ম,৯ম,ও ১০ ম শ্রেণির ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রিন্টিং ফি না নেওয়া, জানুয়ারি থেকে নতুন বহুতল ভবনে ক্লাস শুরু করা ও সকল শ্রেণির কার্যক্রম এক সাথে শুরু করা ও একই সাথে ছুটি প্রদান সহ বিভিন্ন দাবি জানায়।

দাবী না মানলে শিক্ষার্থীরা সোমবার সকালে পুনরায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়। এর আগে শিক্ষার্থীরা ২০ নভেম্বর ক্লাস বর্জন ও সড়ক অবরোধ আন্দোলন করে। উল্লেখ্য ভৈরবী রাণী রায় সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে গত ৭ মে অত্র বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর হতে তিনি নিয়মিত স্কুলে আসেন না। শিক্ষক শিক্ষার্থীদের সাথে তার কোন সম্পর্ক নাই। তার অনুপস্থিতি, অদক্ষতা এবং অবহেলার কারণে ভেঙ্গে পড়েছে শিক্ষা কার্যক্রম। তিনি মানসিক ভাবে ও অনেকটাই অস্বাভাবিক আচরণ করে থাকেন। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা আন্দোলন করতে বাধ্য হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana