নিউজ ডেস্ক
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজারকে যতটা সম্ভব সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে। চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কাজ চলছে বলে জানান তিনি। এজন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে চিনি, তেল এবং পেঁয়াজের দাম কমেছে।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ বশিরউদ্দীন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৫ বছরে দেশে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা তৈরি হয়েছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিভক্ত ছিল এবং সমাজে ভীতির পরিবেশ বিরাজ করছিল।”
তিনি আরও বলেন, “আজও ক্রিমিনালাইজেশন প্রায় সব সেক্টরে ছড়িয়ে আছে, তা ব্যবসা, ব্যাংকিং বা সাংবাদিকতা যাই হোক না কেন। এমন পরিস্থিতিতেই ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ, এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
সূত্র: সকালের সময়