সর্বশেষ:

jassore jubodol kormi hottakander dui asami greftar

যশোরের চাঞ্চল্যকর যুবদল কর্মী হত্যাকাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামি গ্রেফতার

jassore jubodol kormi hottakander dui asami greftar
Facebook
Twitter
LinkedIn
বিশেষ প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় বোমা মেরে ও নৃশংসভাবে কুপিয়ে চাঞ্চল্যকর যুবদল কর্মী পিয়ালকে হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামি “শামীম ও মেহেদী”কে হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

ভিকটিম পিয়াল হাসান (২৮) পিতা- মোঃ কিতাব আলী, সাং- মোবারকপুর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর গত ইং ০৯/১১/২০২৪ তারিখ দুপুর ১৩.১০ ঘটিকায় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা বাজারে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ঝিকরগাছা বাজারস্থ পুরাতন মিতালী হল রোড  সংলগ্ন নাহিদ পেপার্স এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে কিছু দুর্বৃত্ত  ভিকটিম পিয়াল হাসানকে (২৮) ‘কে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে। এ সময় ভিকটিম নিজের প্রাণ বাঁচানোর জন্য ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ের দিকে দৌড় দিলে আসামিরা ভিকটিমকে ঘেরাও পূর্বক তাদের হাতে থাকা ধারালো দাঁ ও দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমের গলায়, হাতে,পায়ে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দ্রুত পলিয়ে যায় । পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম পিয়াল হাসান (২৮)’কে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেলার ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত হত্যা সংক্রান্তে ভিকটিমের বাবা বাদী হয়ে যশোর জেলার ঝিকরগাছা থানায় ০১ টি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল ইং ১১/১১/২০২৪ তারিখ রাত ২১.৩০ ঘটিকায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana