সর্বশেষ:

dumuriay motso bebsayider monobbondhon

মহাসড়কে মাছবাহী ট্রাক ছিনতাই বন্ধের দাবিতে ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন

dumuriay motso bebsayider monobbondhon
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা 

মহাসড়কে মাছ বাহি ট্রাক ছিনতাই,ডাকাতি বন্ধের দাবিতে ডুমুরিয়া উপজেলা মাছ ব্যবসায়ীদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলার ১৮ মাইল বাজারে গতকাল সোমবার সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
খুলনা, সাতক্ষীরা, যশোর জেলার বিভিন্ন বাজারের মাছ ব্যবসায়ীরা মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় মাছ ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন সরদার আব্দুল মালেক, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান মন্টু, সরদার আনিসুর রহমান, ইয়াহিয়া হোসেন, ইকবাল হোসেন, আব্দুর রহমান , সর্দার নাজমুল ইসলাম ও হুজ্জাতুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা, যশোর, ও খুলনা ডুমুরিয়া উপজেলা থেকে প্রতিদিন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় রুই কাতল মৃগেল পাবদা সহ বিভিন্ন জাতের কাপ জাতীয় সাদা মাছ ট্রাকযোগে মাছ রপ্তানি করা হয়।
সন্ধ্যার পরে মাছ ভর্তি ট্রাকগুলি পদ্মা সেতু পার হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মাছ বাজারে যায়।
সম্প্রতি একদল ছিনতাইকারী পদ্মা ব্রিজ পার হওয়ার পর শ্রী শ্রীনগর থানাধীন ছিনতাই কাজ শুরু করেছে। গত ২৯ সেপ্টেম্বর ডুমুরিয়ার ১৮ মাইল বাজার থেকে মালী ফিসের প্রায় অর্ধ কোটি টাকার২০০ ৪৪ কার্টুন মাছ নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যশোর -ট- ১১৯৮নম্বরের ট্রাকটি রওনা দেয়। একদল মুখোশধারী ছিনতাইকারী অস্ত্রের মুখে রায় অর্ধ কোটি টাকার মাসসহ ছিনতাই করে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana