সর্বশেষ:

BABORER BAT JAYGA PACCHE MSG ER OITIHASIK LONG ROOME

বাবর আজমের ব্যাট স্থান পাচ্ছে এমসিজির ঐতিহাসিক লং রুমে

BABORER BAT JAYGA PACCHE MSG ER OITIHASIK LONG ROOME
Facebook
Twitter
LinkedIn
খেলাধুলা ডেস্ক

বিশ্ব ক্রিকেটে বাবর আজমের অবদান ও অসাধারণ ক্রিকেটীয় অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁর একটি ব্যাট যুক্ত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) সম্মানজনক লং রুমে। সম্প্রতি এমসিজি কর্তৃপক্ষ বাবরকে একটি ব্যাট উপহার দেওয়ার অনুরোধ জানায়, যা এমসিজির গৌরবময় ইতিহাসের অংশ হিসেবে সেখানে সংরক্ষিত থাকবে।

বাবর ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন কোন ব্যাটটি তিনি এমসিজিতে পাঠাবেন। তিনি সেই ব্যাটটি উপহার হিসেবে দিচ্ছেন, যেটি দিয়ে তিনি ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ঐতিহাসিক সেই ম্যাচে বাবর পাকিস্তানের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন এবং ২৮ বলে ৩২ রান করেন। ম্যাচটি যদিও পাকিস্তান ৫ উইকেটে হেরে যায়, তবুও বাবরের এই ব্যাটটি এমসিজিতে স্মৃতিচিহ্ন হিসেবে স্থান পাবে।

এমসিজিতে বাবরের রানসংখ্যা তেমন উল্লেখযোগ্য না হলেও, এমসিজি কর্তৃপক্ষের এই অনুরোধকে তিনি গর্বের সঙ্গে গ্রহণ করেছেন। এ বিষয়ে বাবর বলেন, “বিশ্বের শ্রেষ্ঠ কয়েকজনের সঙ্গে আমার ব্যাটও এমসিজির লং রুমে থাকবে—এটা আমার জন্য বিশেষ গর্বের মুহূর্ত। এমসিজিতে আমার অনেক সুন্দর স্মৃতি আছে, এটি নিঃসন্দেহে বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর একটি।”

প্রসঙ্গত, এমসিজির লং রুমে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান, ডেভিড বুন, জ্যাক হবস, এবং ব্রায়ান লারার ব্যাটও সংরক্ষিত আছে। এখন সেই তালিকায় বাবর আজমের ব্যাটও যুক্ত হতে যাচ্ছে, যা বিশ্ব ক্রিকেটে তাঁর অবদানের আরেকটি গৌরবময় স্বীকৃতি।

 

সূত্র: প্রথম আলো

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana