খুলনা অফিসঃ
২৯ অক্টোবর ২০২৪ তারিখ রাতে খুলনা সদর থানা পুলিশ নগরীর আজম খান কমার্স কলেজ সংলগ্ন শামসুর রহমান রোডস্থ যুবক জিম নামক ভবনের ২য় তলায় অভিযান চালায়।
সেখানে জুয়ার বোর্ড থেকে ১) মিরাজ শেখ (৫২), পিতা-মৃত: মোকছেদ শেখ, সাং-হাজী মহাসিন রোড, থানা-খুলনা সদর; ২) সুদীপ সরকার (৫৯), পিতা-হরিপদ সরকার, সাং-মিউনিসিপাল ট্যাংক রোড, থানা-খুলনা সদর; ৩) মোঃ গোলাম রসুল (৫৪), পিতা-মৃত: হাফেজ মিয়া, সাং-বসুপাড়া মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) মোঃ আবুল হোসেন (৪০), পিতা-মৃত: মজিদ হাওলাদার, সাং-বসুপাড়া অলির গলি, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) মোঃ নাছিম আহম্মেদ বাবু (৬০), পিতা-মৃত: হাসান আলী, সাং-বসুপাড়া এতিমখানা রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৬) মোঃ বাবুল মোল্যা (৬০), পিতা-মৃত: শওকত আলী মোল্যা, সাং-বাগমারা আলামিন গলি, থানা-খুলনা সদর; ৭) মোঃ হুমায়ুন কবির খান (৫৭), পিতা-মৃত: আদম আলী খান, সাং-পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা সদর; ৮) মোঃ পারভেজ (৫৫), পিতা-মৃত: শেখ হিরু মিয়া, সাং-সুগন্ধি, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট; ৯) মোঃ আলমগীর হোসেন (৬১), পিতা-রফিক উদ্দিন, সাং-চাঁনমারী বাজার, থানা-খুলনা সদর; ১০) মোঃ আব্দুল্লাহ গাজী (৪০), পিতা-মোঃ কামরুল ইসলাম, সাং-মুক্তা কমিশনার এর কালভার্ট, থানা-লবণচরা এবং ১১) মোঃ জাহাঙ্গীর আলম (৩৯), পিতা-মৃত: মাহাবুবুর রহমান, সাং-নতুন বাজার মসজিদ গলি, থানা-খুলনা সদর, খুলনাদের’কে আটক করা হয়।
জুয়ার বোর্ড থেকে খেলায় ব্যবহৃত ০৮ সেট তাস এবং নগদ ৮,২৮০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।