মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহতদের স্মরণে মঙ্গলবার বিকেল ৪টায় আবু হুরায়রাহ মসজিদ মাঠে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা বিভাগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আলীম ও অধ্যাপক শহিদুল ইসলাম।
সভায় বক্তারা লগি-বৈঠার সেই নির্মম ঘটনার স্মৃতিচারণ করে নিহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তারা বলেন, রাজনৈতিক সহিংসতা বন্ধ করে দেশকে এগিয়ে নিতে সকল রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। তারা আরও উল্লেখ করেন, ২৮ অক্টোবরের সেই বিভীষিকাময় ঘটনা রাজনৈতিক সহনশীলতার অভাবেরই প্রতিফলন।
সভায় আরও বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম এবং জুলাই গণহত্যায় শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান হাওলাদার। বক্তারা তাদের বক্তব্যে এই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে আহ্বান জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে নিহতদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে শান্তি ও সহমর্মিতার ভিত্তিতে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। এই স্মৃতিচারণ সভা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ বৃদ্ধির আহ্বান জানিয়ে শেষ হয়।