সর্বশেষ:

police senabahini madok p deshio ostro soho atok

বটিয়াঘাটায় পুলিশ সেনাবাহিনীর পোশাক, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক দুই

police senabahini madok p deshio ostro soho atok
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

খুলনায় বটিয়াঘাটায় মাদক ও দেশীয় অস্ত্রসহ পুলিশ ২ জনকে আটক করেছে। খুলনার কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণে মাদক, সেনাবাহিনী পুলিশের পোশাক ও দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়।

খুলনার রূপসা কোস্ট গার্ড স্টেশনে পশ্চিম জোনের দায়িত্বরত কর্মকর্তা লেঃ মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছেন, ২৬ অক্টোবর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ যৌথ অভিযান পরিচালনা উপজেলার আমিরপুর ইউনিয়নের সৈয়দের মোড় বাজার হতে মাদক কারবারী ও প্রতারক চক্রের মূলহোতা বটিয়াঘাটা উপজেলার নিজগ্রামের মোঃ ইকবাল এর ছেলে মো. সাহেদ হোসেন (৩২) ও তার সহযোগী রামভদ্রপুর এলাকার আহম্মদ আলীর ছেলে ফুজ্জত আলী (৩০)কে আটক করা হয়। এ সময় আটককৃতদের নিকট থেকে পুলিশ সার্ভিস হ্যান্ডকাপ ১টি, পুলিশ সারকোট ১টি, এ্যানড্রয়েড ফোন ২টি,বাটন ফোন ৬টি, লেজার লাইট ১টি, আইডি কার্ড পুলিশ ৪টি,আইডি কার্ড সেনাবাহিনী ১টি, প্লায়াস ২টি, দেশীয় অস্ত্র (চাপাতি) ৩টি, গাঁজা ১কেজি ৪০০ গ্রাম, ইয়াবা ৫০৮ পিস, পোশাক পুলিশ প্যান্ট ৪টি, শার্ট ৭ টি, ক্যাপ ২টি ও সেনাবাহিনী এক জোড়া পোশাক সহ বিপুল পরিমাণ দেশীয় অর্থ জব্দ করা হয়।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বলেন,অপরাধী মাদক কারবারী ও প্রতারক চক্রের সদস্যরা এসব পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। আসামীদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় নিয়মিত মামলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana