সর্বশেষ:

poshu birodhi ovijane chingri jobdo

পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে চিংড়ি জব্দ; জরিমানা

poshu birodhi ovijane chingri jobdo
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পুশ বিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি পুশকৃত চিংড়ি জব্দ এবং দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের পারিশামারী ও শিববাটী ব্রীজ এলাকায় মৎস্য দপ্তর ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় অপদ্রব্য পুশের অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ আইনে দুই ব্যবসায়ীকে মোট ৯,৫০০ টাকা জরিমানা করা হয় এবং ২০ কেজি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। পুশ বিরোধী এ অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য ছিল মৎস্য খাতে অপদ্রব্য পুশের মাধ্যমে মাছের গুণগত মান নষ্টের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, নৌ পুলিশের এসআই শরীফ আল মামুন এবং মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী রণধীর সরকার।

এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে মৎস্য কর্মকর্তারা জানান, যাতে ভোক্তারা নিরাপদ ও মানসম্পন্ন মাছ পেতে পারেন এবং মৎস্য খাতের সুষ্ঠু উন্নয়ন নিশ্চিত হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana