পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জাহাঙ্গীর আলম সানাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ দায়িত্ব প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার মহেশ্বর মন্ডল স্বাক্ষরিত পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে ইউনিয়ন পরিষদের সচিব ফারুক হোসেন জানিয়েছেন। পরিপত্রে উল্লেখ করা হয়েছে
লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন অনুপস্থিত থাকায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সে কারনে স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার নিমিত্তে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ৬৬৪ নং পরিপত্র ও ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৩(৩) ধারার বিধিমোতাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ দায়িত্ব প্রদান করা হলো।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ইউনিয়নবাসীকে সর্বাত্মক সেবা এবং উন্নয়ন কে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।