ডেস্ক রিপোর্ট :
বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক প্রকাশিত চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও নিয়োগ পাননি ২৮ হাজার শিক্ষক। এনটিআরসিএ'র তরফ থেকে বলা হচ্ছে, প্রাথমিক সুপারিশপ্রাপ্ত একজনের রিটের কারণে নিয়োগ দিতে বিলম্ব হচ্ছে।
এদিকে রিটকারী বলছেন, রিটটি মূলত ৫জনের নিয়োগ স্টে করার জন্য করা হয়েছে। এ রিট বাকী ২৮ হাজার জনের নিয়োগ আটকানোর জন্য করা হয়নি। এমনকি তাদের চূড়ান্ত নিয়োগ প্রদানে এ রিট কোনো বাধা নয় বলে জানিয়েছেন রিটকারীরর আইনজীবী।
একইভাবে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত ২৮ হাজার শিক্ষকের দাবি, রিটের আওতাভুক্ত ৫জনকে বাদ দিয়ে যেন দ্রুত চলতি মাসেই কষ্টে দিনাতিপাত করা নিয়োগপ্রত্যাশী ২৮ হাজার শিক্ষককে চূড়ান্ত সুপারিশ করা হয়।