
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, দিঘলিয়াঃ
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২১ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার পথেরবাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি তার বক্তব্যে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বোরোচিত গ্রেনেড হামলার ঘটনা মনে পড়লে আজ ও আমাদের কাঁদায়। তিনি বিভীষিকাময় ২১ শে আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতকারীদের পিছনের কুশিলব যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরয়ে এনে শাস্তি কার্যকরের দাবি করেন।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম রহমান ও মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, সংগঠনিক সম্পাদক জলিল তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক শেখ রায়হান উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খান আনিসুর রহমান, সদস্য কে এম আসাদুজ্জামান, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক ইকতার হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম,
দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, দিঘলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য সচিব খান আবু সাইদ, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, নাসরিন আক্তার হিরা, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দেলোয়ার খাঁ, তবিবুর, আল-আমিন, চঞ্চল প্রমুখ।