ডেস্ক রিপোর্ট :
বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ পাকিস্তানের। এশিয়া কাপেও নেপাল ও ভারতের বিপক্ষে হারিস রউফ-শাহীন আফ্রিদিদের গতির ঝড় দেখা গেছে। সেই ঝড়ে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশও। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হারিস-নাসিম শাহদের তাণ্ডবে বাংলাদেশ অল আউট হয়েছে ১৯৩ রানে। হারিস ও নাসিম দুজনে মিলেই শিকার করেছেন টাইগারদের ৭ উইকেট।
এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মূলত লাহোরের গরমে আগে ফিল্ডিং করে ক্লান্ত হয়ে ব্যাটিংয়ে নামার চ্যালেঞ্জ নিতে চায়নি বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি ব্যাটাররা। সাকিব ও মুশফিকুর রহিম ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।