পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর মটর সাইকেল শোডাউনে বাঁধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে দু’পক্ষের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। জানাগেছে, খুলনা-৬ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম এর কর্মী সমর্থকদের একটি মটর সাইকেল শোডাউন কয়রা থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাইকগাছা উপজেলা সদরে পৌছায়।
এরপর শোডাউনটি কপিলমুনি অভিমুখে রওনা দিলে জিরোপয়েন্ট, শান্তির মোড় ও সরল বাজারে নৌকা প্রতীকের কতিপয় কর্মী সমর্থকরা শোডাউনটি বাঁধা দেয়। এ সময় দু’পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
ঈগল প্রতীকের কর্মী আশরাফুল ইসলাম রাবু বলেন, এঘটনায় ঈগলের ৪ কর্মী আহত ও ৪ টি মটর সাইকেল ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান ও ওসি তদন্ত তুষার দাশ।