কয়রা প্রতিনিধিঃ
দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার কয়রা প্রতিনিধি ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্য শেখ জাহাঙ্গীর কবির টুলুকে হুমকির প্রতিবাদে ও অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার কয়রা প্রতিনিধি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চল ও দেশের কন্ঠের কয়রা প্রতিনিধি মোঃ সদর উদ্দিন আহমেদ, সহ-সভাপতি দৈনিক আমাদের সময় ও ডেইলি অবজার্ভারের কয়রা প্রতিনিধি শেখ মনিরুজ্জামান মনু, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম ও তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃজিয়াউর রহমান ঝণ্টু, ত্রান ও পূণর্বাসন সম্পাদক নিতিশ সানা, কার্যনির্বাহী সদস্য শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, মোঃ ইমতিয়াজ উদ্দীন, সদস্য মোঃ হুমায়ুন কবির, গিরীন্দ্রনাথ মন্ডল, শেখ কাওসার আলম, গাজী আব্দুস সালাম, মোঃ শহিদুল্লাহ শাহিন, মিসেস ফেরদৌসী পারভীন, মিসেস ফাতেমা নাহিন, এইচ এম মজিবর রহমান, মোঃ আবুল বাসার, জিএম আজিজুল হক, মোঃ মাসুদ রানা, মোঃ হাবিবুল্যাহ হাবিব, মোঃ ফরহাদ হোসেন, মোঃ গোলাম রব্বানী।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর "কয়রায় চিহ্নিত জলদস্যু সোহরাব বাহিনী ভোল পাল্টে চালাচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড, আতংকিতে এলাকাবাসী" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে দুর্বৃত্তরা প্রকাশ্যে সাংবাদিককে মারপিটসহ খুন-জখমের হুমকি দেয়। এ ব্যাপারে হুমকি প্রদানকারী কয়রা উপজেলার সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের সোহরাব শেখ, কবির শেখ, সফি সেখ ও সুশান্ত এর নাম উল্লেখ করে কয়রা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।