বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়কের কোদলা সৎসঙ্গ আশ্রমের সামনে সরকারি রাস্তার বনায়ন প্রকল্পের গাছ কাটার অভিযোগ উঠেছে।
গতকাল সরজমিনে গিয়ে জানা যায়, সরকারি রাস্তার পাশে একটি নিম গাছ কে বা কার কেটে ফেলে রেখেছে। এলাকাবাসীর অভিযোগ, দুই তিন দিন ধরে নিম গাছটি কেটে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। কে বা কার এই নিম গাছটি কেটে ফেলে রেখেছে তা বলা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু লোকজন অভিযোগ করে বলেন, কোদলা এলাকার ভগেন্দ্রনাথ মন্ডল (ভবেন) এর জমির পাশেই নিম গাজটি কেটে ফেলে রাখা হয়েছে। বিশ্বস্ত একাধিক সূত্রে জানা যায়, উক্ত নিম গাছটি কাটার পিছনে ভবেন মন্ডলের হাত রয়েছে !
এলাকার সচেতন মহল অবিলম্বে তদন্ত-পূর্বক সরকারি গাছ কাটার সাথে জড়িত থাকার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় এনে বিচারের জন্য জোর দাবি জানান উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট ।
অভিযুক্ত ভবেন মন্ডল এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বটিয়াঘাটা উপজেলার ফরেস্ট অফিসের ইনচার্জ বলেন,অভিযোগ শুনেছি, তদন্ত চলছে, যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।