খুলনা অফিস :
বটিয়াঘাটা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ বুধবার পৃথক পৃথক ভাবে বটিয়াঘাটায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, উপজেলা সহকারী -কমিশনার (ভুমি) আসাদুর রহমান ও বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সদ্য যোগদানকারী কর্মকর্তাবৃন্দ সাংবাদিকদের সাথে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, মাদকের জিরো টলারেন্স, ভূমিদস্যু নির্মুল সহ ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি কবীর আহমেদ খান, সাবেক সভাপতি এনায়েত আলী বিশ্বাস, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ- সাধারণ সম্পাদক সোহরাব মুন্সী,
কোষাধক্ষ্য মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য তুরান হোসেন রানা,গোলদার আরিফুজ্জামান দুলু,কাজী আতিক,অজিত রায়, মোঃ ইমরান হোসেন প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলামের আয়োজনে সাংবাদিকেরা মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।