সাব্বির আলিম,চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা চুয়াডাঙ্গা প্রধান সড়ক দামুড়হুদা ব্র্যাক অফিসের সামনের ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হারুন অর রশিদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। হারুন অর রশিদ দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের স্কুল পাড়ার আব্দুল আজিজের ছেলে।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গায় যাবার পথে দামুড়হুদা ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ত্যক্ষদর্শীরা জানান, হারুন
মোটরসাইকেলযোগে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। তিনি দামুড়হুদা ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে অপর দিক থেকে আসা ট্রাক তাকে সামনা সামনি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী হারুন সড়কের ওপর ছিটকে পড়েন।
এ সময় তার মাথায় প্রচন্ড আঘাত হয়, স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর সাবরেজিস্টার অফিসের অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন। এদিকে তার স্ত্রী মোটরসাইকেলের পিছনে থেকে তিনিও ছিটকে পড়ে রাস্তার পাশের তিনিও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।