শাহিদুল ইসলাম কয়রা, খুলনা।
খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটী গ্রামের মৃত আবু বক্কর সরদারের মেঝ পুত্র মোঃ আসাদ রানা (৫২) ডায়বেটিস রক্তচাপ সহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি সকলের কাছে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উপজেলার ঘুগরাকাটী বাজারে মাছের ডিপু ও মুদী ব্যাবসা করতেন। দীর্ঘ দিন যাবৎ তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা খরচ মেটাতে আস্তে আস্তে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তিনি তার বাড়ির সামনে ওয়াবদার স্রোপে একটা কাঠের তৈরি টোং দোকান করে কেনা বেচা শুরু করেন।
তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসীর সহযোগিতায় তাকে খুলনাতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
তার ১ পায়ের মাংসে পচন ধরছে। নিয়মিত হাসপাতালে থেকে তার আক্রান্ত পায়ের ড্রেসিং করা হচ্ছে। তার নিজস্ব কোন জায়গাজমি নেই। নুন আনতে পানতা ফুরায় পরিবারটি। অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালের বেডে পড়ে কাঁদছেন তার স্ত্রী। দারিদ্র্যতার কারণে ঠিকমতো ঔষধ কিনতে পারছেন না।
অসুস্থ আসাদ রানা বলেন, আমার চিকিৎসা হওয়ার মতো কোন সামর্থ্য নেই। তিনি সকলের কাছে দোয়া ও আর্থিক সাহায্য দাবি জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
01918402907