তপন পাল :
গত শুক্রবার ইুউনাইটেড হিন্দুস অফ ইউ.এস,এ’র উদ্যোগে বিকালে ই্উনাইটেড নেশনস সংলগ্ন ডাগ হেমারশোল্ড প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর রাজনৈতিক জোটের উদ্দেশ্যে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ করার দাবিতে এক কেন্ডেল লাইট ভিজিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়্।
সংগঠনের সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রামদাস ঘরামীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ইউনাইটেড হিন্দুস অফ ইউ.এস,এ’র চেয়ারম্যান ড. প্রভাত দাস এবং সভাপতি ভজন সরকার--নারীর ক্ষমতায়ন,অর্থনৈতিক স্থিতিশীলতা ও অন্যান্য সেক্টরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনের প্রশংশা করে বলেন যে, অত্যন্ত দু:খজনক বিষয় হলো দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সন্ত্রাসের শিকার অসহায় পৌনে দুই কোটি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তা ও সম-অধিকারের ব্যাপারে তিনি নির্বিকার এই গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি আমলেই নিচ্ছেন না। তাই,এর প্রতি ওনার দৃষ্টি আকর্ষণ করতেই এই সমাবেশ্। তারা অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের আমলেও হাজার হাজার সংখ্যালঘু নাগরিক অত্যাচারিত হয়ে দেশেত্যাগে বাধ্য হবে সেটা অনভিপ্রেত।
তাঁরা বলেন যে,ওয়শিংটনস্থ বাংলাদেশ রাষ্ট্রদূত ইমরান সাহেবের মাধ্যমে গতকাল প্রধানমন্ত্রী বরাবরে প্রেরিত স্মারকলিপির মাধমে এবং আজকের সমাবশে থেকে জানানো দাবি একটাই, মাননীয়া প্রধানমন্ত্রী যেন আর বিলম্ব না করে,বর্তমান সংসদের এই চলমান শেষ সেশনে ওনার ২০১৮ সালের নির্বচনী ইশতেহারে ওনার স্বপ্রতিশ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইনটি ত্বরিৎ গতিতে পাশ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন, সংগঠনের উপদেষ্টা শিতাংশু গুহ, ড. দ্বিজেন ভটাচার্য, শিবু চৌধূরী ,পরিচাক সুশীল সিনহা, সহ- সভাপতি ভবতোষ মিত্র, জয়দেব গাইন , সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা, কোষাধক্ষ্য সনজিৎ কুমার ঘোষ, রতন কুমার চক্রবর্তি, মুনমুন সাহা, রত্না রায় ,তপু সরকার, শংকর বিশ্বাস, পূজিতা দাশ, রত্না ঘোষ, পলাশ ঘোষ, পরেশ ধর, দেবব্রত ঘোষ , সুমন সূত্রধর প্রমুখ্। বক্তারা সকলেই যুগপৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন আবার গভীর হতাশা এবং ক্ষোভও প্রকাশ করেন।