জি,এম,আব্দুস ছালাম,ডুমুরিয়া :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বাছাই প্রতিযোগিতায় খুলনা জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তাসহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচন সম্পন্ন শেষে খুলনা জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিভিন্ন সামাজিক সংগঠন, প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান বলেন,এটা ডুমুরিয়াবাসীর গর্ব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনা সরকারের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে,জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন স্যারের নির্দেশনায় শুধুমাত্র আমার অবস্থান থেকে ডুমুরিয়াবাসীর উন্নয়নে কর্তব্য পালন করছি। জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।