“তুমি”
তুমি চাঁদ, রাতে আধার –
তুমি জ্যোৎস্নার সন্ধাবেলা
তুমি ভোর, দ্বিপ্রহর –
তুমি জোনাকির সাঝের খেলা।
তুমি সন্ধ্যা আকাশের লালের ছায়্যা –
তুমি ভোরের রঙিন রোদ
তুমি বৃষ্টিভেজা ঘাসের চাদর –
তুমি রংধনু আকস্মাৎ।
তুমি জোছনা ভরা আকাশে
হঠাৎ মেঘের আগমন –
তুমি বর্ষাকালের ঘোলাটে আকাশ,
তুমি শরতের নীল গগন
তুমি চাঁদের পাশে নজর কাড়া –
হেসে থাকা সুখ তারা
তুমি রোদের মাঝে হঠাৎ বৃষ্টি –
তুমি শান্ত নদীর ধারা।
“মেঘের ছোঁয়ায় শিবসা নদী”
মনে পড়ে তোমায় এই অসময়ে –
হে গড়খালী মনে
পড়ে তোমার সুখ মাখা সব –
ফেলে আসা দিনগুলি
মনে পড়ে সেই শিবসা নদী, চিরচেনা পথঘাট-
কবে পাবো ফিরে বিকেলের আসর –
ধুলোভরা সেই মাঠ।
মনে পড়ে সেই কাদাভরা পথ –
খুব প্রিয় মুখগুলো
ছেড়ে এসে তোমায়,মেঘেছে আকাশ –
বেড়েছে দুঃখগুলো।
ভাবি কবে যাবো , কবে ফিরে পাব –
চিরচেনা সেই পথ
যাব ভেবে ভেবে পার করে ফেলি –
ঘুমহরা সব রাত
=== শাহারিয়ার ইসলাম সিহাব ===