পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনা -০৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন লবন পানির চিংড়ী চাষ উপকূলীয় জনপদের প্রাণ প্রকৃতি, এলাকার কৃষি ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখানকার ঘের মালিকরা এলাকার সাধারণ মানুষ কে দীর্ঘদিন জিম্মি করে শোষণ করে আসছে। নিজেদের জায়গা জমি থাকলেও কৃষি কাজ করতে করতে না পারায় কাজের অভাবে মানুষ তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। অনেকেই জন্মভিটা ছেড়ে চলে যাচ্ছে বিভিন্ন স্থানে। লবণ পানির ঘেরের পরিবর্তে কৃষি ফসল উৎপাদন করলে কৃষকরা অনেক বেশি লাভবান হবে উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা দেশের এক ইঞ্চি জায়গা ও পতিত রাখা যাবে না।
প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়ন করতে হলে লবণ পানির চিংড়ী চাষ পরিহার করে মিষ্টি পানির ধান মাছ চাষ ব্যবস্থাপনা পুনঃ উদ্ধার করে কৃষক এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন ধান মাছ সহ সারাবছর ফসল উৎপাদন করলে উপকূলীয় জনপদের প্রাণ প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি এখানকার দুর্বল অর্থনীতি অনেক শক্তিশালী হবে। তিনি শুক্রবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে সামাজিক সংগঠন লবণ পানি নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন আয়োজিত বিশুদ্ধ পানিই, প্রাণ ও প্রকৃতি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংগঠনের উপজেলা কমিটির আহবায়ক যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল এর সভাপতিত্বে ও সদস্য সচিব উদয় শংকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস,
সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল আলম, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উৎপল বাইন, আওয়ামী লীগ নেতা শেখ বেনজির আহমেদ বাচ্চু, নির্মল অধিকারী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, প্রভাষক কামাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, যুবলীগ নেতা সুকুমার ঢালী, হামিম সানা, আসলাম মল্লিক, কৃষ্ণ রায়, হোসনেয়ারা বেগম ও রোকেয়া বেগম।