সর্বশেষ:

রোটারি ক্লাব

রোটারি ক্লাব খুলনা সাউথ বেঙ্গল এর নিয়মিত সাপ্তাহিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোটারি ক্লাব
Facebook
Twitter
LinkedIn

মোঃপারভেজ খাঁন ইমন লবনচরা (খুলনা) প্রতিনিধি

আজ ২৩ মার্চ শনিবার বিকাল ৫:৩০টায় “রোটারি ক্লাব খুলনা সাউথ বেঙ্গল” এর নিয়মিত সভা ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ জোবায়ের আহমেদ খান জবা’র সভাপতিত্বে খুলনা ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি রোটাঃ সৈয়দ হাফিজুর রহমান, রোটাঃ ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান পলাশ, রোটাঃ কামরুল করিম বাবু, রোটাঃ বেগ রফিকুল ইসলাম ও রোটাঃ পলাশ সাহা।

উপস্থিত ছিলেন ক্লাব উপদেষ্টা রোটাঃ ইঞ্জিনিয়ার পিপি মশিউজ্জামান খান, প্রেসিডেন্ট ইলেক্ট নজরুল ইসলাম, প্রেসিডেন্ট নোমিনি রোটাঃ এস,এম,হাবিব, আই পিপি রোটাঃ আবু ইমরোজ সোহেল, পিপি রোটাঃ ইমরানুল হক মিশা, পিপি রোটাঃ রোমিও হোসেন পিয়াস, রোটাঃ আবু জাফর , পিপি রোটাঃ আসহাদুজ্জামান সোহাগ, পিপি মনজুর হাসান অপু, ক্লাব সেক্রেটারি হিত্তাদুল আল মাহমুদ পরশ, রোটাঃ এজাজ ইবনে আনোয়ার, রোটাঃমোঃপারভেজ খাঁন ইমন,রোটাঃ হাসানুল বান্না শিবলী, রোটাঃ এ্যাড: সাহারা ইরানি পিয়া, রোটাঃ , জিয়াউল ইসলাম, রোটাঃ রিপা আকতার, রোটাঃ নাইম হাসান, প্রমূখ।

সভা শেষে মাদ্রাসার হাফেজ এতিম বাচ্চাদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং বাচ্চাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana