
কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে রুপালী ব্যাংক বারইখালী শাখাটি স্থানান্তরিত নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় নতুন ভবনে ফিতা কেটে উদ্বোধন করেন রূপালী ব্যাংক মহাব্যবস্থাপক ও খুলনা বিভাগীয় প্রধান রোকনুজ্জামান। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় উপ-মহা ব্যবস্থাপক মো.শরিফুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ হুমায়ুন কবির।
শুভেচ্ছা বক্তৃতা করেন রূপালী ব্যাংক মোরেলগঞ্জ বারইখালী শাখা ব্যবস্থাপক উৎপল দে।
উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোল্লা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন রওশন আরা ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ ও ভবন মালিক মো.জাহাঙ্গীর আল আজাদ, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, রূপালী ব্যাংক বারইখালী সহ ব্যবস্থাপক সুজন কুমার সুতার প্রমুখ। সভায় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধিজন অংশগ্রহণ করেন।