সর্বশেষ:

তামার তার চোর আটক

রামপালে তামার তার চোর আটক

তামার তার চোর আটক
Facebook
Twitter
LinkedIn

রামপাল প্রতিনিধিঃ
রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরির সাথে জড়িত এক ব্যাক্তিকে আটক করেছে। আটক ব্যাক্তি উপজেলার বর্ণি ছায়রাবাদ গ্রামের হাবিবুল্লাহর পুত্র সিরাজু্ল শেখ (২১)। পু্লিশ জানায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বর্ণি গ্রাম থেকে তাকে আটক করে পু্লিশ।

সে দীর্ঘ দিন ধরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় তার চুরি সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে বলে এলাকাবাসী জানায়। উল্লেখ, গত ২৫ আগষ্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কতিপয় তার চোর বেশকিছু তার চুরি করে পালানোর সময় তারসহ হাতেনাতে আটক করে পু্লিশ। ওই সময় সিরাজু্ল তার ফেলে পালিয়ে যায়।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামী আটক ও একই দিনে আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana