প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
মোরেলগঞ্জ হাজী নূর উদ্দিন দা.মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে এইচ ভি এস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম। স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. হেমায়েত হোসেন।
ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার সুপার আব্দুল লতিফ শেখসহ মাদ্রাসার সহকারী শিক্ষকগণ। এর আগে সমাবেশে ছালাম গ্রহন ও জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি মো. সাইফুল ইসলাম, অলিম্পিক পতাকা উত্তোলন করেন সভাপতি মো.হেমায়েত হোসেন। ক্রীড়া প্রতিযোগিতায় ৩৭ টি ইভেন্টে ১০২ জনকে পুরস্কৃত করা হবে।
Copyright © 2025 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.