কলি আক্তার মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইভল্ভ প্রকল্প ,ডরপ্ এর উদ্যোগে ইউরোপিয়পিয়ান ইউনিয়ন ও হেলভেটাসের অর্থায়নে বৃহস্পতিবার সকাল ১০ টায় ফুলহাতা বাহার প্রঙ্গনে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান টি এম রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান,ইউপি সদস্য মো. বাহাদুর খান, মো. হেমায়েত হোসেন হাওলাদার, মো. শহিদুল ইসলাম মোল্লা, মো. এসকেন খান, মো. ইদ্রিস আলী খান, শারমীন সুলতানা, মরিয়ম বেগম, ইউপি সচিব মো. ফারুক হোসেন প্রমুখ ।
সভায় উপস্থিত নাগরিক ও সুশীল সমাজ, কৃষক, জেলে ও প্রান্তিক জনগোষ্ঠিসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা খাত ভিত্তিক বাজেট নিয়ে আলোচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সকল বিদ্যালয় স্যানিটারি ন্যাপকিন রাখা, ঢালু সিড়ী,মাতৃদুগ্ধ কর্ণার, নিরাপদ পনি, স্যানিটেশনসহ ইউনিয়নের রাস্তার দুই পাশে বৃক্ষরোপনকর্মসূচী, নারী উন্নয়নে দক্ষত বিষয়ক প্রশিক্ষণ ও বেকার যুবকদের আইটি প্রশিক্ষণ প্রদান ইত্যাদি খাতে বাজেট বৃদ্ধির দাবি জানান।