মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত মিস্ত্রি (৫০) নামে এক ভ্যানশ্রমিকে মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার বেলা ৭ টার দিকে উত্তর সুতালড়ী গ্রামে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। বেলা ১ টার দিকে সেনাবাহিনীর সহযোগীতায় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। দুই সন্তানের পিতা পরীক্ষিত মিস্ত্রী উত্তর সুতালড়ী গ্রামের খগেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে।
জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে একটি পক্ষের চাপে পড়ে পরীক্ষিত মিস্ত্রী শালীস বৈঠক এড়াতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার স্ত্রী সবিতা রানী। তিনি আরও বলেন, আজ শনিবার বেলা ১১ টায় বিবাদমান জমির বিষয়ে শালিষ বৈঠক হবার কথা ছিল। ওই শালীষ বৈঠকে যাবার আগে মানষিক চাপে পরীক্ষিত মিস্ত্রী আত্মহত্য করে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পুলিশ এখনো তৎপর হয়নি। তবুও যেহেতু একটি অপমৃত্যুর ঘটনা তাই সেনাবাহিনীর সহযোগীতায় মরদেহ উদ্ধার করা হয়েছে।