মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ভেজাল ঔষধ তৈরীর অভিযোগে ‘সাজভেট লিমিটেড’ নামে গবাদিপশুর ঔষধ তৈরীর একটি কোম্পানির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে অনুমোদনহীন এ কোম্পানিটির সন্ধান পান কর্মকর্তারা। এ সময় এটির মালিক ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. ফজলুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অনুমোদন ছাড়া গবাদি পশুর ঔষধ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে সাজভেট লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ওই প্রতিষ্ঠানটিতে থাকা সকল ওষুধ ও ওষুধ তৈরীর উপকরণ প্রকাশ্য পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও কর্মকর্তারা জানান।