কলি আক্তার, মোরেলগঞ্জঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ দেবনাথ(৫০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, রামচন্দুপুর গ্রামের মতিলাল দেবনাথের ছেলে চা দোকানী গোবিন্দ দেবনাথ গত মঙ্গলবার রাতে প্রতিবেশী এক কিশোরীকে(১৩) ধর্ষণ করে। স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই কিশোরী ছাত্রী ঘটনার সময় ঘরে একা ছিল।
এ ঘটনায় ছাত্রীর মা তৃপ্তি রানী বাদি হয়ে আজ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার আসামি চা দোকানি গোবিন্দ দেবনাথকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নির্যাতিতা কিশোরী বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসামি গ্রেফতার করা হয়েছে।