কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রায়াত আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম হাওলাদারের সহধর্মীনি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের মা মোসা. কহিনুর ইসলাম (৭০) বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
পারিবারিক সূত্রে জানায়, কহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে কিডনী জনিত রোগে ভুগছিলেন। বুধবার বাদ আসর ইউনিয়ন পারিষদ মাঠে প্রথম জানাজা ও বাদ মাগরিব ২য় জানাজা শেষে জামিরতলা গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।