মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পুটিখালী ইউনিয়নে বসতবাড়ি দখলের চেষ্টায় অটোচালক সিরাজুল ইসলাম (৪০) কে মারপিট করেছে একদল দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানাগেছে, পুটিখালী ইউনিয়নের পুটিখালী গ্রামের সিরাজুল ইসলাম শনিবার সকাল ৬টার দিকে ইজিবাইক যোগে মালামাল ক্রয়ের উদ্দ্যেশে বাগেরহাটে রওনা হলে শিকদার মার্কেটের সামনে পৌছালে পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের প্রভাবশালী নাসির শিকদার, আমির আলী শিকদার, আলী আজীম শেখসহ ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল দিনমজুর সিরাজুলকে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে শরীরের বিভিন্নস্থানে পিটিয়ে জখম করে। এ সময় সাথে থাকা নগদ এক লক্ষ টাকা, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরবর্তীতে আহত দিনমজুরকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অটোচালক সিরাজুল ইসলাম বলেন, আমার চাচা রফেজ উদ্দিন হাওলাদারের কাছ থেকে আমার পিতা ১ একর এক শতক জমি ১৯৯৬ সালে ক্রয় করে শান্তিপ্রিয়ভাবে ভোগ দখল করে আসছি। কিন্তু চাচা রফেজ উদ্দিনের ছেলে মোস্তফা হাওলাদার ও শাহজাহানের কাছ থেকে ২০ শতক জমি ক্রয় করছে তাদের দাবি। কিভাবে এক জমি দুই বার বিক্রি হয়। গত ৬ মাস যাবৎ এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আলী আজীম আমার বসতবাড়ির একটি ঘরে উঠে দখল করে রেখেছে। আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।
নাসির শিকদারের মা ফাতেমা বেগম বলেন, “সিরাজুলের কাছে ক্রয় সূত্রে আমরা জমি পাবো। মারপিটের বিষয়টি তিনি এড়িয়ে গিয়ে বলেন, সামান্য হাতাহাতি হয়েছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান খান বলেন, অটোভ্যান চালকে মারপিটের ঘটনা শুনেছি। আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি। আহত ব্যক্তি সুস্থ হোক, উভয় পক্ষকে নিয়ে বসার চেষ্টা করা হবে।
এ সর্ম্পকে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, পুটিখালীতে মারপিটের বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনার সত্ত্যতা পেলে তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।