হারানো বিজ্ঞপ্তি
—————-
আজ ০৯/০৯/২৩ শনিবার সকালে মোটর সাইকেলে পাইকগাছা থেকে তালা উপজেলাতে যাওয়ার উদ্দ্যেশে পথি মধ্যে আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার ভিতরে আমার মোটর সাইকেল এর ডিজিটাল রেজিষ্ট্রৈশন নং -খুলনা – হ- ১২-২৫৬১ নেমপ্লেট বাইকের পিছন থেকে ছাড়িয়ে পড়ে গেছে। ধারনা করা হচ্ছে গদাইপুর থেকে কাশিমনগর বাজার এর ভিতরে পড়তে পারে।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন নিম্ম ঠিকানায় সবিনয়ে জানানোর জন্য বিনীত অনুরোধ রাখছি।
যোগাযোগ ঃ-
এস,এম,আলাউদ্দিন সোহাগ
সাংবাদিক
পাইকগাছা প্রেসক্লাব, খুলনা
মোবা- ০১৯১১-১৯১৮৯৯