সর্বশেষ:

ভয়াবহ সড়ক দুর্ঘটনা

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩২

ভয়াবহ সড়ক দুর্ঘটনা
Facebook
Twitter
LinkedIn

ডেস্ক রিপোর্ট :
মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬৩ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিসরে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়। খবর রয়টার্সের। শনিবার সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হওয়ার ব্যাপারে সংবাদমাধ্যম আল-আহরাম বলেছে, ওয়াদি আল-নাতরুনের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৮ জন আগুনে পুড়ে মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরো দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়। আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিসরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana