অগঠনতান্ত্রিকভাবে খুলনা মহানগর মহিলা দলের চারটি থানা কমিটি গঠন ও পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রেরণের অভিযোগে মহানগর মহিলা দলের সহ সভাপতি নাসরিন আক্তার শ্রাবনী ও সাংগঠনিক সম্পাদক সামছুন নাহার লিপিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে মহানগর মহিলা দল।
বুধবার (১১ অক্টোবর) মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা ও সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিনের যৌথ স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে উল্লেখ করেন, গত ১ অক্টোবর ২০২৩, খুলনা মহানগর মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত খুলনা মহানগরীর অন্তর্গত পাঁচটি থানার মহিলা দলের একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কিন্তু খুলনা মহানগর মহিলা দলের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক কোন এখতিয়ারে খুলনা মহানগরীর অন্তর্গত চারটি থানা কমিটি গঠন ও অনুমোদন দিয়েছেন। মহিলা দলের গঠনতন্ত্র মোতাবেক মহিলা দলের থানা কমিটি অনুমোদনের এখতিয়ার একমাত্র মহিলাদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের।
আগামী ৩(তিন) দিনের মধ্যে অবৈধভাবে চারটি থানা কমিটি গঠনের জন্য পত্রিকায় বিবৃতির মাধ্যমে ভুল স্বীকার এবং জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।