খবর বিজ্ঞপ্তি,খুলনা :
সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান’র মমতাময়ী মাতা আকলিমা খাতুন (৭৬) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং খুলনা মহানগরীর ২৭নং ওয়ার্ড বিএনপি নেতা আকিব আহসানের নানি মরিয়ম খানম (৮১) চিকিৎসাধীন অবস্থায় গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
মরহুমাদ্বয়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন। অনুরুপ বিবৃতি দিয়েছেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন) ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ। বিবৃতিদাতারা মরহুমাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।